কি ঘটবে যদি একটি বিশাল বালতির এক বালতি জল সূর্যের উপর ছড়িয়ে দেওয়া যায়। বহু বছর পর সূর্যের তেজস্ক্রিয় তা ও আলো দুটোই শেষ হয়ে যাবে এটা নিশ্চিত কিন্তু প্রশ্ন হল আমাদের কি হবে আমাদের পৃথিবীর কি হবে আনসার টা খুবই সিম্পল মানবজীবন ও আমাদের পৃথিবীর দুটোয় মারা যাবে আর এই মৃত্যু হবে যন্ত্রণাদায়ক।

তবে চিন্তার কোন কারণ নেই কারণ ভাগ্যবশত বা বলতে পারেন দুর্ভাগ্যবশত হিউম্যান অনেক আগেই ধ্বংস হয়ে যাবে যেহেতু আমরা দেখতে পাবো না তাহলে কি আমরা সূর্যকে একটু আগেই নিভিয়ে দেয়ার চেষ্টা করতে পারি না মানে আগুন নেভানোর জন্য যা আমরা করে থাকি আর কি আছে বিশাল এক বালতি জল যদি সূর্যের উপর ঢেলে দেওয়া যায় তাহলে কি ঘটবে।

যদি সাধারণভাবেই আমি আপনাকে জিজ্ঞেস করি এমন কি আছে যা সূর্যকে নেভাতে পারে যদি আমরা সমস্ত সূর্যালোকে নেই যা আমাদের পৃথিবীতে প্রতিদিন পৌঁছায় তবে আমরা যা এনার্জি যা শক্তি পাব তা প্রায় 170 ট্রিলিয়ন কিলোওয়াট এত পরিমাণ এনার্জি এত পরিমান শক্তি আমাদের পৃথিবীতে হাজার হাজার বছর ধরে চালানোর জন্য যথেষ্ট।

কিন্তু এটা কিছুই নয় সূর্য মোট যে এনার্জি তার চারিদিকে ছড়ায় সেটা আমাদের পৃথিবীতে পৌঁছায় এনার্জির ২ মিলিয়ন বেশি কিন্তু এত শক্তি এত এনার্জি সূর্য কোথায় ছড়ায় সাধারন আনসার মহাকাশে একবার ভাবুন এই শক্তি এই এনার্জিকে যদি আমরা ধরে রাখতে পারতাম তাহলে পেট্রোলের দাম বাড়লো কিনা গ্যাসের দাম কমলো কিনা সে সমস্ত কিছু নিয়ে আমাদের কোন মাথাব্যাথাই থাকতো না

এমনকি হয়ত ইলেকট্রনিক বিল ও আমাদের দিতে হতো না এবার এই সমস্ত ভাটের গল্প বাদ দিয়ে সাইনসে ফিরে আসা যাক রিলেটিভিটি থিওরি অনুযায়ী যদি কোন বস্তু থেকে শক্তি বা এনার্জি বেরিয়ে যায় তবে তার ভর কমতে থাকে সুতরাং সূর্য কিন্তু প্রতি সেকেন্ডে তার ভর বা বাংলা ভাষায় যাকে বলে ওজন হারাচ্ছে মোটামুটি চল্লিশ লক্ষ টন প্রতি সেকেন্ড মোদ্দা কথা হল সূর্যের ওজন কমছে।