বর্তমানে এই অনলাইনের যুগেও বেকারত্বের হারও দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। অনেকে আবার ইনকামের নতুন পথ খুঁজতে মরিয়া হয়ে উঠেছে। অনেকেই আছে চাকরি বা ইনকামের পথ থাকা সত্ত্বেও বাড়তি ইনকামের বাইরে জন্য বিভিন্ন কাজ খোঁজেন।আমাদের সমাজে অনেক মানুষ আছে পড়াশোনা করে বাড়িতে বসে আছে কোন কাজ করছেনা৷

যে ব্যক্তিটা বেকার বসে আছে সে হয়তো ভালো করে লেখাপড়া করেনি কোন মতে সাটিফিকেট গুলো অর্জন করেছে।এখন চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে বারবার অকৃতকার্য হচ্ছে আবার অনেক মেধাবী শিক্ষার্থী আছে যায়া টাকার কারণে পড়াশোনা করতে পারছেনা বা চাকরিতে যোগ দিতে পারছেনা। কারণ এই যুগে মেধাবী থাকলেও টাকা ছাড়া চাকরি হয়না।